সিপিটির ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ সম্পন্ন

| বৃহস্পতিবার , ২১ জুলাই, ২০২২ at ১০:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্ট (সিপিটি) ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার ফয়েজ লেক এলাকায় মাদ্‌রাসা এ নুরীয়া মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্ট এর পরিচালক, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পর্কিত কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্টের চেয়ারম্যান প্রবীণ সাংবাদিক মো. ইসকান্দর আলী চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টের নির্বাহী পরিচালক সাংবাদিক সিরাজুল করিম মানিক, ট্রাস্ট প্রকল্প সম্পর্কিত কমিটির সদস্য সচিব প্রকৌশলী এস এম সাইফুদ্দিন খালেদ, ট্রাস্টের আজীবন সদস্য সাইফুদ্দিন আহমদ সাকী ও মাদ্‌রাসা এ নুরীয়ার ভারপ্রাপ্ত সুপার মাওলানা সাইফুর রহমান।

অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় ২০০ মি. দৌড়, অংক দৌড় ও স্মৃতি দৌড়ে ১ম, ২য়, ৩য় স্থান বিজয়ী ৯ জন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় কোরান তেলোয়াত, নজরুল সংগীত, চিত্রাংকনে ১ম, ২য় ও ৩য় স্থান বিজয়ী ৯ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধআইপিএলের ছয় ফ্র্যাঞ্চাইজি কিনে নিল দ. আফ্রিকা লিগের ছয় দলের মালিকানা
পরবর্তী নিবন্ধকিশোর ফুটবল লিগ আজ থেকে শুরু