আমবাগানস্থ চট্টগ্রাম বালিকা সদন হাই স্কুলে চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্ট (সিপিটি) এর ক্রীড়া ও সংস্কৃতি সম্পর্কিত কমিটির উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সিপিটি’র পরিচালক ও ক্রীড়া ও সংস্কৃতি সম্পর্কিত কমিটির আহবায়ক জাহাঙ্গীর আলম এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ৩১৫ বি-৪ এ প্রাক্তন জোন চেয়ারপার্সন ও চট্টগ্রাম বালিকা সদন হাই স্কুল পরিচালনা কমিটির অন্যতম সদস্য লায়ন কামরুল হাসান চৌধুরী খোকন।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্ট-এর নির্বাহী পরিচালক সাংবাদিক সিরাজুল করিম মানিক, ক্রীড়া ও সংস্কৃতি সম্পর্কিত কমিটির সদস্য সচিব নাহিদ সুলতানা, চট্টগ্রাম বালিকা সদন হাইস্কুলের প্রধান শিক্ষিকা নাসরিন আখতার।
বালিকা সদন হাইস্কুলের সহকারী শিক্ষক সুলতানা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা তেলাওয়াত, হামদ, নাত ও সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতায় ২০০ মি. দৌড়, অংক দৌড়, স্মৃতি দৌড়ে ১ম, ২য় ও ৩য় স্থান ৯ জন বিজয়ী এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় কেরাত, হামদ-নাত ও চিত্রাঙ্কনে ১ম, ২য় ও ৩য় স্থান বিজয়ী ৯জন হাতে পুরস্কার তুলে দেন।











