আবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। বাঁহাতি এই অলরাউন্ডারকে স্কোয়াডে ফিরিয়েছে জ্যামাইকা তালাওয়াহস। সিপিএল গতকাল বৃহস্পতিবার এক টুইটে এই টুর্নামেন্টে সাকিবের ফেরার খবর জানায়।
আগামী ২৮ আগস্ট থেকে শুরু হবে সিপিএলে নবম আসর। ছয় দলের এই টুর্নামেন্টটি হবে সেন্ট কিটস এন্ড নেভিসে। তৃতীয়বারের মতো জ্যামাইকার হয়ে খেলতে যাচ্ছেন সাকিব। ২০১৬ সালে এই দলের হয়ে শিরোপা জেতা বাঁহাতি অলরাউন্ডার খেলেন পরের বছরও।
২০১৩ সালে টুর্নামেন্টের প্রথম আসরে বারবাডোজ ট্রাইডেন্টেসের হয়ে খেলেন সাকিব। ২০১৯ সালে এই দলটির হয়েও শিরোপা জেতেন তিনি। টি-টোয়েন্টিতে সাকিবের সেরা বোলিং সিপিএলেই।
ত্রিনদাদ ও টোবাগো রেড স্টিলের বিপক্ষে বারবাডোজের হয়ে ৬ রানে নিয়েছিলেন ৬ উইকেট। এই টুর্নামেন্টে ৩০ ম্যাচ খেলে নিয়েছেন ২৯ উইকেট। ২৫ ইনিংসে ১৬.৮৫ গড়ে করেছেন ৩৫৪। হাফ সেঞ্চুরি একটি। সেটি অপরাজিত ৫৪।