সিপিএলের প্রথম ম্যাচেই ব্যাটে-বলে ব্যর্থ সাকিব

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৬ আগস্ট, ২০২৫ at ৮:৪৬ পূর্বাহ্ণ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) জন্য নিজেকে ঝালিয়ে নিতে ইংল্যান্ডে গিয়ে এক সপ্তাহ অনুশীলন করেছেন সাকিব আল হাসান। তবে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা অলরাউন্ডার ভালো করতে পারলেন না এই টুর্নামেন্টে শুরুটায়। জিততে পারল না তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। সিপিএলের নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসকে ৬ উইকেটে হারাল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। অ্যান্টিগার হয়ে ব্যাটিংয়ে সাকিব আউট হন ১৬ বলে ১১ রান করে। বল হাতে এক ওভার বল করে উইকেটশূন্য থাকেন ছয় রান দিয়ে। দুই মৌসুম পর এবার সিপিএলে খেলছেন সাকিব। আগে তিন মৌসুমে খেলেছেন তিনি বারবাডোজ ট্রাইডেন্টসের হয়ে, দুই মৌসুম জ্যামাইকা তালাহওয়াসে ও সবশেষ ২০২২ আসরে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সে। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাটিংয়ে নামা অ্যান্টিগা গুটিয়ে যায় স্রেফ ১২১ রানেই। দলের অর্ধেকের বেশি রান একাই করেন কারিমা গোরে। যুক্তরাষ্ট্রের এই অলরাউন্ডার ৩৪ বলে করেন ৬১। দলের আর কোনো ব্যাটসম্যান ১২ রানের বেশি করতে পারেননি। সমপ্রতি ওয়েস্ট ইন্ডিজের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টিটোয়েন্টিতে অভিষিক্ত জুয়েল অ্যান্ড্রুকে প্রথম ওভারেই হারিয়ে অ্যান্টিগার বিপদের শুরু। এরপর রাকিম কর্নওয়াল, বেভন জ্যাকবস, ফ্যাবিয়ান অ্যালেনরা ফেরেন দ্রুতই। ছয়ে নেমে সাকিব অস্বস্তিময় ব্যাটিংয়ে কোনো বাউন্ডারি মারতে পারেননি সাকিব। টাইমিং একটুও ঠিকঠাক হচ্ছিল না তার। পরে ছক্কার চেষ্টায় ওয়াকার সালামখেইলের বলে ধরা পড়েন তিনি লং অফ সীমানায়। পরে অধিনায়ক ইমাদ ওয়াসিমও আউট হন ১১ রান করে। ভালো করতে পারেননি ওডিন স্মিথও।

আফগানিস্তানের বাঁহাতি রিস্ট স্পিনার সালামখেইল ম্যাচের সেরা হন ২২ রানে ৪ উইকেট নিয়ে। দুটি করে উইকেট নেন তার স্বদেশি ফাজালহাক ফারুকি ও পাকিস্তানি পেসার নাসিম শাহ। রান তাড়ায় খুব একটা বেগ পেতে হয়নি সেন্ট কিটস অ্যান্ড নেভিসকে। ওপেনিংয়ে এভিন লুইস ২৫ রান করেন ১৩ বলে। আন্দ্রে ফ্লেচার (২৬ বলে ১৯) ও রাইলি রুশো () ভালো করতে পারেননি। কাইল মেয়ার্স ফিরে যান ৮ বলে ১৫ করে। তবু জিততে সমস্যা হয়নি তাদের। আলিক আথানেজ অপরাজিত থাকেন ২৮ বলে ৩৭ করে, জেসন হোল্ডার করেন ১৪ বলে ১৮। অ্যান্টিগার কর্নওয়াল দুটি উইকেট নিতে পারেন, ওবেড ম্যাককয় ও এএম গাজানফার একটি করে। ষষ্ঠ বোলার হিসেবে আক্রমণে এসে তেমন প্রভাব রাখতে পারেননি সাকিব। ম্যাচের উত্তেজনাই তখন কার্যত শেষ। সাকিবদের পরের ম্যাচ রোববার বাংলাদেশ সময় ভোর ৫টায়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম সুপার মাস্টার ফুটবল ক্লাবের উদ্যোগে সম্মাননা প্রদান
পরবর্তী নিবন্ধআজ নেপালের মুখোমুখি বাংলাদেশ ‘এ’ দল