সিপাহী বাড়ি মিনি ফুটবল টুর্নামেন্ট শুরু

| বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২০ at ১০:৫৮ পূর্বাহ্ণ

উত্তর আগ্রাবাদ মুহুরী পাড়াস্থ সিপাহী বাড়ি যুব সংঘ আয়োজিত প্রথম মিনি ফুটবল টুর্নামেন্ট সম্প্রতি নিজস্ব মাঠে শুরু হয়েছে। টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক কাউন্সিলর জাবেদ নজরুল ইসলাম। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হাজী শাহা আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব ইসকান্দার মির্জার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মোহাম্মদ আমির উদ্দীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ জহুরুল হক,তাজ উদ্দীন তাজু,নিজাম উদ্দীন, শাহেদুল ইসলাম,আকবর হোসেন, সাগীর আহম্মদ,আব্দুল করিম,রাশেদুল ইসলাম,আসিব ইকবাল, সম্রাট শাহারিয়ার,শিহাব প্রমুখ।
উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্টিত হয়। প্রথম খেলায় শিউলী বনাম রজনীগন্ধা ১-১ গোলে ড্র হয়। ২য় খেলায় চামিলি দল ২-১ গোলে বকুল দলকে হারিয়ে জয় লাভ করেন। টুর্নামেন্টে দশটি দল অংশগ্রহন করছে। দলগুলো হচ্ছে গোলাপ, জবা, বকুল, শিউলী,রজনীগন্ধা,হাসনেহেনা, বেলী, জুঁই, চামিলি, শাপলা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবরই গাছের কাঁটা বিঁধে চোখে আঘাত পেলেন আফতাব
পরবর্তী নিবন্ধবার্সা সভাপতির পদত্যাগ