সিপাহী জনতার অভ্যুত্থান যুগান্তকারী ঘটনা

মহানগর জাসদের সভায় ড. আনোয়ার

| শনিবার , ২০ নভেম্বর, ২০২১ at ৭:৫৭ পূর্বাহ্ণ

জাসদ স্থায়ী কমিটি সদস্য ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ার হোসেন বলেছেন, বাংলাদেশের ইতিহাসে যুগান্তকারী দুটো ঘটনা আছে। প্রথমটি ১৯৭১ সালের গৌরবময় মহান মুক্তিযুদ্ধ। দ্বিতীয়টি হচ্ছে ১৯৭৫ সালের ৭ই নভেম্বর গৌরবময় সিপাহী জনতার অভ্যুত্থান। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম মহানগর জাসদ আয়োজিত সিপাহী জনতার অভ্যুত্থান দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মহানগর জাসদের ভারপ্রাপ্ত সভাপতি অভীক ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন বাবুল। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও উত্তর জেলা জাসদের সভাপতি বেলায়েত হোসেন, কেন্দ্রীয় উপদেষ্টা আহমদ শরীফ, মোহাম্মদ হোসেন, নুরুল আবছার চৌধুরী, জয়নাল আবেদীন, এ কে এম শামসুদ্দীন, মিহির বরণ চৌধুরী, শহীদুল ইসলাম রিপন, মহানগর জাসদের সহ-সভাপতি নৃপতি রঞ্জন বড়ুয়া, আ.ত.ম জাফরুল ইসলাম, হাজী সোলেমান, হারুনুর রশীদ, আবু আহসান, বোধিপাল বড়ুয়া, আবুল কালাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ-সভাপতি মফিজুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে ডিজিটাল পোস্ট অফিসের নতুন ভবন উদ্বোধন
পরবর্তী নিবন্ধরেলওয়ে কলোনিতে বসতঘরে আগুন