সিন্ধু পানি চুক্তি স্থগিত, সার্ক ভিসায় আসা পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ

কাশ্মীরে হতাহতের ঘটনার পর ৫ পদক্ষেপ দিল্লির

| বৃহস্পতিবার , ২৪ এপ্রিল, ২০২৫ at ১১:৫০ পূর্বাহ্ণ

কাশ্মীরে জঙ্গি হামলায় হতাহতের ঘটনার পর সার্ক ভিসা স্কিমের অধীনেও পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। একই সঙ্গে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি স্থল সীমান্ত বন্ধের পাশাপাশি ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে দেশটি। গতকাল বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে পাকিস্তানের বিষয়ে পাঁচটি সিদ্ধান্ত আসার খবর দিয়েছে এনডিটিভিসহ দেশটির সংবাদমাধ্যম। বৈঠকের পর পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এসব তথ্য জানান। খবর বিডিনিউজের।

পাকিস্তানের বিষয়ে ভারতের নেওয়া ৫ সিদ্ধান্ত হচ্ছে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি তাৎক্ষণিকভাবে স্থগিত থাকবে। তাৎক্ষণিকভাবে সমন্বিত আটারিওয়াঘা সীমান্ত চেকপোস্ট বন্ধ হবে। বৈধ নথিপত্র নিয়ে যারা আটারিওয়াঘা পার হয়েছেন, তারা ওই পথ ধরে ১ মের মধ্যে ফেরত যেতে পারবেন। সার্ক ভিসা এঙেম্পশন স্কিমের (এসভিইএস) আওতায় পাকিস্তানি নাগরিকদের ভারতে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। পাকিস্তানি নাগরিকদের এর আগে দেওয়া যেকোনো এসভিইএস ভিসা বাতিল বলে ধরা হবে। ভারতে এ ভিসায় অবস্থান করা পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে হবে। দিল্লিতে পাকিস্তানি হাই কমিশনের সামরিক ও প্রতিরক্ষা কর্মকর্তা যেমননৌ ও বিমান উপদেষ্টাদের অবাঞ্চিত (পার্সোনা নন গ্রাটা) ঘোষণা করা হয়েছে। তারা ভারত ছাড়তে এক সপ্তাহ সময় পাবেন। একইভাবে ইসলামাবাদে ভারতীয় হাই কমিশন থেকে নৌ ও বিমান উপদেষ্টা প্রত্যাহার করছে ভারত। উভয় হাই কমিশনের এসব পদ তাৎক্ষণিকভাবে বাতিল হিসেবে ধরা হয়েছে। এছাড়া উভয় দেশের হাই কমিশনের ‘সার্ভিস অ্যাডভাইজারের’ পাঁচজন কর্মীকেও তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হবে। হাই কমিশনের সামগ্রিক লোকবল ৫৫ থেকে কমিয়ে ৩০ জনে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। আগামী ১ মের মধ্যে এটি কার্যকর করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪.৪১ কোটি টাকা
পরবর্তী নিবন্ধসন্দেহভাজন তিনজনের স্কেচ প্রকাশ