কেমন করে আজ সাধারণ
থাকে বেঁচে বর্তে
জীবন চলায় যাচ্ছে পড়ে
অনিশ্চিতের গর্তে।
নিত্যপণ্যের আগুন দামে
ক্রেতা পুড়ে যাচ্ছে
ঘর চাহিদার যোগান দিতে
সবাই হিমসিম খাচ্ছে।
সিন্ডিকেটের কারাগারে
আজ সাধারণ বন্দি
মানবতার সঙ্গে তাদের
একটুও নেই সন্ধি।
সমস্যাটা সমাধানের
দায়িত্বটা মস্ত
আঘাত হেনে ভাঙতে হবে
সিন্ডিকেটের হস্ত।
 
        
