সিন্ডিকেটের হস্ত

সৈয়দ খালেদুল আনোয়ার | শনিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৫ at ১:৩০ অপরাহ্ণ

কেমন করে আজ সাধারণ

থাকে বেঁচে বর্তে

জীবন চলায় যাচ্ছে পড়ে

অনিশ্চিতের গর্তে।

নিত্যপণ্যের আগুন দামে

ক্রেতা পুড়ে যাচ্ছে

ঘর চাহিদার যোগান দিতে

সবাই হিমসিম খাচ্ছে।

সিন্ডিকেটের কারাগারে

আজ সাধারণ বন্দি

মানবতার সঙ্গে তাদের

একটুও নেই সন্ধি।

সমস্যাটা সমাধানের

দায়িত্বটা মস্ত

আঘাত হেনে ভাঙতে হবে

সিন্ডিকেটের হস্ত।

পূর্ববর্তী নিবন্ধরজনীকান্ত সেন : প্রবাদপ্রতিম কবি ও গীতিকার
পরবর্তী নিবন্ধপার্থের ব্যারাক স্কোয়ার সোয়ান নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক ‘বেল টাওয়ার’