সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে

বাকলিয়ায় লিফলেট বিতরণকালে ডা. শাহাদাত

| সোমবার , ২১ মার্চ, ২০২২ at ৮:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সরকারের অনুগত ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে সকল প্রকার জিনিসের দাম বাড়িয়েছে। অযৌক্তিক এই মূল্য বৃদ্ধির পেছনে সরকারের পৃষ্ঠপোষকতা রয়েছে। ভোটারবিহীন অবৈধ সরকার বলেই তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। সরকারের দুর্নীতির কারণে এখন প্রতিটি জিনিসপত্রের দাম বেড়ে গেছে। বাজারের ক্ষেত্রে সিন্ডিকেট তৈরি করা হয়েছে। তারা কৃত্রিমভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে। কোথাও কোনো জবাবদিহিতা নেই। চরম দুর্নীতি প্রভাব বাজারে গিয়ে পড়ছে। লাগামহীনভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়ে যাওয়ায় জনগণকে তার মাশুল দিতে হচ্ছে। দেশকে গভীর সংকটে ফেলে এই সরকার জনগণের কাছে গণদুশমনে পরিণত হয়েছে। গতকাল রোববার দুুপুরে সরকারের দুর্নীতি ও বাজার সিন্ডিকেটসহ আওয়ামী অপশাসনের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে পূর্ব বাকলিয়া ওয়ার্ডের ওয়াইজর পাড়া মাজার গেইট এলাকায় লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি।- প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী দেশে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেবেন আজ
পরবর্তী নিবন্ধচট্টেশ্বরী মন্দির পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার