আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, ভোট ও ভাতের অধিকার আদায়, সিন্ডিকেট ও অর্থপাচারকারীদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার দাবিতে আগামী ১৫ সেপ্টেম্বর ঢাকায় বামজোটের কেন্দ্রীয় সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা নেতৃবৃন্দ।
গতকাল সোমবার নগরীর আন্দরকিল্লাহ মোড়ে বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলার সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সদস্য সচিব শফি উদ্দিন কবির আবিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, আসমা আক্তার, জাহেদুন নবী কনক, রিপা মজুমদার।
সভায় বক্তারা বলেন, সিন্ডিকেটের কারসাজি বন্ধে সরকারের ব্যর্থতা নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীনভাবে বাড়ছে। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে জোরদার গণআন্দোলন না থাকায় সরকারের নির্বিকারত্বের সুযোগে সিন্ডিকেট ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। আওয়ামী লীগ সরকার আরেকটি সাজানো নির্বাচনের লক্ষ্যে সমস্ত আয়োজন অব্যাহত রেখেছে। প্রেস বিজ্ঞপ্তি।