এবার রাশিয়ার সিনেমার দৃশ্যধারণ করা হবে মহাকাশে। সিনেমার নাম ‘দ্য চ্যালেঞ্জ’। এটি নির্মাণ করবেন নির্মাতা ক্লিম শিপেনকো। জানা গেছে, সিনেমাটির নায়িকা ইউলিয়া পেরেসিল্ড এবং নির্মাতা অক্টোবর মাসে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি জমাবেন। সবকিছু ঠিক থাকলে এটিই হবে মহাকাশে নির্মিত প্রথম সিনেমা। খবর বাংলানিউজের।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রাশিয়ার সায়েন্স মডিউলে ধারণ করা হবে এ সিনেমার দৃশ্য। এ বিষয়ে মেডিকেল ও নিরাপত্তা বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিশন সিনেমাটির পরিকল্পনা অনুমোদন করেছে। সিনেমাটির নায়িকা ইউলিয়া পেরেসিল্ড জানান, ‘দ্য চ্যালেঞ্জ’ সিনেমার জন্য মেকআপ আর্টিস্ট ও কস্টিউম ডিজাইন করা শিখতে হয়েছে তাকে। শুধু তাই নয়, মহাকাশ ভ্রমণ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। ইউলিয়া বলেন, মহাকাশে দৃশ্যধারণ পৃথিবীপৃষ্ঠের মতো হবে না। তবে আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব। এজন্য আমি এবং আমাদের টিম প্রস্তুত। সিনেমাটির নির্মাতা ক্লিম শিপেনকো জানান, একজন সাধারণ চিকিৎসককে এগিয়ে যাবে সিনেমাটির কাহিনী। যিনি কখনো ভাবেননি মহাকাশে মহাকাশচারীর প্রাণ বাঁচাতে হবে তাকে। রাশিয়ার মহাকাশ সংস্থা ‘রসকসমস’ বৃহস্পতিবার সিনেমার শুটিংয়ের ঘোষণা দিয়ে বলেছে, সাধারণ মানুষের জন্য যে মহাশূন্যের দরোজা খুলে যাচ্ছে তারা সেটাই দেখাতে চাইছে।