এই সময়ের ব্যস্ত সুরকার-সংগীত পরিচালকদের একজন জাহিদ নিরব। ২০১৫ সালে ‘আয়নাবাজি’ সিনেমার গানে হারমোনিয়াম বাজিয়ে ব্যান্ড ‘চিরকুট’ এর সঙ্গে পথচলা শুরু করেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ার নিয়েও এগিয়ে যাচ্ছেন। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত তিন শতাধিক বিজ্ঞাপনের মিউজিক করেছেন তিনি। পাশাপাশি বেশ কিছু শর্ট ফিল্ম, ওয়েব ফিল্মের আবহসংগীত করেও প্রশংসা কুড়িয়েছেন। এরমধ্যে উল্লেখযোগ্য ওয়েব ফিল্ম হলো-‘মহানগর’, ‘মুন্সিগিরি’, ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’ এবং ‘তিথির অসুখ’। তবে চলতি বছরের শুরুতেই ওয়েব ফিল্মে অন্যরকম চমক দিলেন জাহিদ নিরব। রায়হান রাফির পরিচালনায় সমপ্রতি ‘চরকি’তে মুক্তি পাওয়া ওয়েব ফিল্মে ‘টান’-এর আবহ সংগীতের পাশাপাশি এর চারটি গানের সবগুলোর সুর এবং সংগীত পরিচালনা করেছেন এই তরুণ। এবারই প্রথম আবহ সংগীতের গন্ডি পেরিয়ে ওয়েব ফিল্মের জন্য গান করলেন তিনি। আর এই গানগুলোর জন্য সবার কাছ থেকে ইতিবাচক সাড়াও পাচ্ছেন। যেখানে জুটি বেঁধে অভিনয় করেছেন বুবলী ও সিয়াম।