সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হলেন মো. জামাল উদ্দিন

আবিকফ নির্বাচন

| সোমবার , ১ নভেম্বর, ২০২১ at ১১:১২ পূর্বাহ্ণ

আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন (আবিকফ) বাংলাদেশের কাউন্সিল সম্মেলনের মাধ্যমে গঠিত কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সাংগঠনিক সম্মাদক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দিন। এ উপলক্ষে গতকাল রবিবার সকালে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় চুয়েট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্যসহ অ্যাসোসিয়েশনের উপদেষ্টামণ্ডলী ও অন্যান্য কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়কালে চুয়েটের চলমান অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে ভাইস চ্যান্সেলর স্টাফ অ্যাসোসিয়েশনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিলসের আয়োজনে নারী শ্রমিকের অধিকার বিষয়ক কর্মশালার উদ্বোধন
পরবর্তী নিবন্ধসিআইইউর উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কানাডা হাই কমিশনের