সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহম্মদের সাথে রাউজান পৌর মেয়রের সাক্ষাত

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ জানুয়ারি, ২০২২ at ৬:৩০ পূর্বাহ্ণ

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহম্মদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাউজানের পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। তিনি পৌর সভার উন্ন্‌য়নে সহায়তা কামনা করেছেন। গত ১ জানুয়ারি সচিব রাঙামাটি যাওয়ার পথে রাউজান গিরীছায়া রেস্তোরাঁয় যাত্রা বিরতি কালে মেয়র পারভেজ তার সাথে সাক্ষাৎ কালে দায়িত্ব গ্রহণের পর থেকে পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রেখে শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে কাজ করছেন বলে জানান। সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহম্মদ তার পক্ষ থেকে সবধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার অধিদপ্তরের প্রকল্প পরিচালক তোফাজ্জল আহম্মদ, উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, কাউন্সিলর জানে আলম জনি প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসমমনা পরিষদের নির্বাচনী কার্যালয় উদ্বোধন
পরবর্তী নিবন্ধআজ থেকে পটিয়ার ছনহরা কালীবাড়িতে উৎসব শুরু