সিনহা হত্যা : সাক্ষ্য দিলেন দুই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

শেষ হল ৬ষ্ঠ দফায় ৩ দিনের সাক্ষ্যগ্রহণ

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ অক্টোবর, ২০২১ at ১০:৪৪ পূর্বাহ্ণ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় গতকাল ৬ষ্ঠ দফায় টানা ৩দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী ১৫,১৬ ও ১৭ নভেম্বর ৭ম দফায় ফের সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
গতকাল বুধবার ৬ষ্ঠ দফার তৃতীয় দিন আরো ২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও আসামিপক্ষের আইনজীবীদের জেরা সম্পন্ন হয়। সকালে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এ মামলায় সাক্ষ্য দেন কঙবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ ও মোহাম্মদ দেলোয়ার হোসেন। এ মামলার বিচারিক কার্যক্রমের শুরুতে দায়িত্ব পালনকারী বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ তাঁর জবানবন্দিতে জানিয়েছেন সিনহা মামলার ৯ জন আসামি তাঁর আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার আগে সকল আসামিকে তিন ঘন্টা সময় দেয়া হয়েছিল। তারপর তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একই ধরনের সাক্ষ্য দেন আরেক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন। জবানবন্দিতে তিনি জানান, সিনহা হত্যা মামলার তিনজন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেছিলেন। তারাও তিন ঘন্টা সময় নিয়ে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল।
আদালতের কার্যক্রম শেষে সন্ধ্যা সাড়ে সাতটায় এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম। তিনি জানান, এ নিয়ে এ আলোচিত মামলায় এ পর্যন্ত ৫৯ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। মামলায় মোট ৮৩ জন সাক্ষী রয়েছে। আগামী ১৫ ১৬ ও ১৭ নভেম্বর ৭ম দফায় ফের সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
এদিকে আসামি বরখাস্ত ওসি প্রদীপের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রানা দাশগুপ্ত জানিয়েছেন, এই মামলার ১২ আসামিকে চাপে ফেলে স্বীকারোক্তি মুলক জবানবন্দি নিয়েছেন। তাই তারা জেলা ও দায়রা জজ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রত্যাহারের জন্য আবেদন করেছেন। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশসহ মামলার ১৫ আসামিকে আদালতে আনা হয়।

পূর্ববর্তী নিবন্ধজামিন পেলেন না শাহরুখপুত্র
পরবর্তী নিবন্ধমাটিরাঙায় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু