সিনহা ও তার ভাইয়ের নামে অর্থ পাচারের মামলা

যুক্তরাষ্ট্রে বাড়ি

| শুক্রবার , ১ এপ্রিল, ২০২২ at ৭:০৩ পূর্বাহ্ণ

‘অর্থ পাচার’ করে যুক্তরাষ্ট্রে তিনতলা একটি বাড়ি কেনার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান গতকাল বৃহস্পতিবার কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ এ মামলা দায়ের করেন বলে উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক জানান। মামলায় ‘অর্থ পাচার ও বাড়ি কিনতে সহযোগিতা’ করার অভিযোগে সিনহার ছোট ভাই অনন্ত কুমার সিনহাকেও আসামি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রধান বিচারপতি থাকাকালে এস কে সিনহা অবৈধভাবে অর্থ উপার্জন করে হুন্ডিসহ বিভিন্ন মাধ্যমে বিদেশে ছোট ভাই অনন্ত কুমার সিনহার কাছে তা পাচার করে নিউ জার্সির জ্যাপার স্ট্রিটের বাড়িটি কিনেছেন। খবর বিডিনিউজের। এজাহারে বলা হয়, সাবেক বিচারপতি সিনহার ছোট ভাই অনন্ত কুমার সিনহা যুক্তরাষ্ট্রে একজন ডেন্টিস্ট হিসেবে কর্মরত। তিনি যুক্তরাষ্ট্রের একটি ব্যাংক থেকে ৩০ বছরের জন্য ১ লাখ ৮৭ হাজার ৫০ ডলার ঋণ নিয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দিয়ে এর আগে সেখানে একটি বাড়ি কিনেছেন।

পূর্ববর্তী নিবন্ধমহানগর বিএনপির সাংগঠনিক পুনর্গঠন টিমের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধনৈতিক শুদ্ধতার জন্য যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে