বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদনের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানতে ‘অপেক্ষা’ করতে বললেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল রোববার ঢাকায় বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি। খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর ক্ষেত্রে সরকার সিদ্ধান্ত নিয়েছে কিনা জানতে চাইলে আইনমন্ত্রী এক কথায় বলেন, একটু অপেক্ষা করুন, দেখবেন। খবর বিডিনিউজের।
এর আগে গত ৫ ডিসেম্বর এ ধরনের একটি কর্মশালা উদ্বোধনের পর আইনমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে ‘আইনি উপায়’ খোঁজার কথা বলেছিলেন। চার দিন আগে গুলশানের বাসায় প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে জানিয়েছিলেন, খালেদা জিয়ার বিষয়ে আবেদন বিবেচনা করতে নজির খুঁজছেন। উপমহাদেশে কোনো আদালতে এমন নজির আছে কিনা তা দেখে কিছুদিনের মধ্যেই সিদ্ধান্ত জানাবেন। গতকাল বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ৩০ জন জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনের পর সাংবাদিকরা ঘিরে ধরেন আইনমন্ত্রীকে। এবার তিনি বললেন অপেক্ষা করার কথা।












