সিদ্ধান্ত ছাড়াই আইসিসির সভা শেষ ঝুলে রইল চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৩০ নভেম্বর, ২০২৪ at ৬:৫৩ পূর্বাহ্ণ

আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসির গুরুত্বপূর্ণ বোর্ড সভা শেষ হয়ে গেছে চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, সঙ্কট সমাধানে পাকিস্তান ও ভারতের ক্রিকেট বোর্ডকে আরও সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শুক্রবার বিশেষ এই সভা ডেকেছিল আইসিসি। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ১৫ মিনিটেরও কম সময় স্থায়ী হয় ভার্চুয়াল এই সভা। সিদ্ধান্ত নেওয়া হয় যে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও আইসিসি অন্য কয়েকটি বোর্ড সদস্যকে নিয়ে এমন একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা করবে, যা সব পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে এবং সেখানে ভারত ও পাকিস্তান সরকারের অনুমোদন থাকবে। এই সপ্তাহান্তে আইসিসি বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। আইসিসি বোর্ডে আছেন ১২টি পূর্ণ সদস্য দেশের প্রধান, সহযোগী দেশগুলোর তিনজন প্রতিনিধি, আইসিসির চেয়ারম্যান, প্রধান নির্বাহী ও স্বাধীন একজন পরিচালক। শুক্রবারের সভার আলোচ্যসূচিতে তালিকাভুক্ত তিনটি বিকল্পের ভিত্তিতে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছিল। এর একটি হলো– ‘হাইব্রিড’ মডেল, যেখানে টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচ হবে পাকিস্তানে, ভারতের ম্যাচগুলো হবে পাকিস্তানের বাইরে। আরেকটি বিকল্প হলোটুর্নামেন্টটি পুরোপুরি পাকিস্তানের বাইরে হবে, তবে আয়োজক স্বত্ব থাকবে পিসিবির। তৃতীয়টি হলোপুরো টুর্নামেন্ট পাকিস্তানে হবে, তবে ভারতকে ছাড়া। আগামী বছরের ১৯ ফ্রেব্রুয়ারি থেকে ৯ মার্চ আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা পাকিস্তানের তিন শহর লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। কিন্তু ভারতের সরকার ভারতীয় দলকে পাকিস্তান সফরে যাওয়ার অনুমতি না দেওয়ায় তৈরি হয়েছে এই সঙ্কট। এখনও প্রকাশ করা হয়নি টুর্নামেন্টের পুরো সূচি।

পূর্ববর্তী নিবন্ধফিফা বর্ষসেরার দৌঁড়ে আছেন মেসিও
পরবর্তী নিবন্ধরিকশায় চড়লেন আইরিশ ক্রিকেটাররা