সিদ্দিক রেজওয়ানা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান নগর আওয়ামী লীগ নেতা সৈয়দ মাহমুদুল হক নগরীর চৌমুহনী, শেখ মুজিব রোড, কর্ণফুলি মার্কেটসহ বেশ কিছু এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক, সাবান, হ্যান্ড সেনিটাইজার ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এতে তিনি বলেন- করোনাকালে আমাদের অনেক সচেতন হতে হবে, সব সময় মাস্ক পরিধান করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে,সমাজে যারা বিত্তবান আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনাকালে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দেশের মানুষের পাশে থেকে, তাই আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করে যাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আকরাম হোসেন সবুজ,২৪নং ওয়ার্ড গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ আলম, যুবলীগ নেতা নুরুল আবছার, মো. জহিরুল ইসলাম, ওমর গনি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সহ সভাপতি মো. রেজাউল করিম রিটন, যুবলীগ নেতা আজিজুর রহমান,সাইফুল ইসলাম হৃদয়, সাইফুল, সাজ্জাদ প্রমুখ।