সিত্রাংয়ের প্রভাব বাজারে বেড়েছে সবজির দাম

মুরগি ও ডিমের মূল্য স্থিতিশীল

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৯ অক্টোবর, ২০২২ at ১০:১৭ পূর্বাহ্ণ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ফের বেড়েছে সবজির দাম। গত এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা পর্যন্ত। সবজি ব্যবসায়ীরা বলছেন, নগরীতে সিংহভাগ সবজি আসে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সবজি পরিবহন বাধাগ্রস্ত হয়।

গতকাল শুক্রবার নগরীর কাজীর দেউরি ও বেটারি গলি কাঁচা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বেগুনের কেজিতে ১০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৮০ টাকা। কাকরল কেজিতে ১০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৮০ টাকা, শসা ১০ টাকা বেড়ে ৭০ টাকা, পটল ১০ টাকা বেড়ে ৬০ টাকা, চিচিঙ্গা ১০ টাকা বেড়ে ৬০ টাকা, ঝিঙা ১০ টাকা বেড়ে ৬০ টাকা, তিতা করলা ১০ টাকা বেড়ে ৭০ টাকা, লাউ ১০ টাকা বেড়ে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে শীতকালীন সবজি শিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায় এবং ফুলকপি বিক্রি হচ্ছে ১২০ টাকায়। এছাড়া টমেটো কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩০ টাকা এবং প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৩০ টাকায়। অপরিদকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকায় এবং প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৪৫ টাকায়। নগরীর কাজরীর দেউড়ি সবজি বিক্রেতা মোহাম্মদ আজম বলেন, ঘূর্ণিঝড়ের কারণে পাইকারী আড়তে সবজি সরবরাহ কমে গেছে শুনেছি। এছাড়া উত্তরাঞ্চলের দিকে বৃষ্টিতে অনেক সবজি ক্ষেতে নষ্ট হয়ে গেছে বলছেন পাইকাররা। যার ফলে প্রতি কেজি সবজিতে ১০ টাকা পর্যন্ত বেড়ে গেছে।

ফরিদ উদ্দিন নামের এক ক্রেতা জানান, শুধু সবজির বাজার বলে কথা নয়, বাজারে এখন প্রত্যেকটি ভোগ্যপণ্যের দামই চড়া। যেভাবে খরচ বেড়েছে, সেভাবে কারো আয় বাড়েনি। এতে নিম্নমধ্যবিত্ত শ্রেণীর লোকজনকে সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে। আমাদের দেশে কেবল রমজান মাস আসলে বাজারে কিছুটা মনিটরিং হয়। এরপর সারা বছর আর কোনো খবর থাকে না। সেই সুযোগটাই ব্যবসায়ীরা সব সময় নেয়।

পূর্ববর্তী নিবন্ধএকটি সেতুর অভাবে…
পরবর্তী নিবন্ধপরিবহনে বিএনপির লোকজনও আছে, তারাও ধর্মঘট ডাকছে : তথ্যমন্ত্রী