সিডিকেএ ১৬তম আঞ্চলিক উন্মুক্ত কারাতে প্রতিযোগিতা

| মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ at ১১:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় কারাতে একাডেমি আয়োজিত সিডিকেএ ১৬তম আঞ্চলিক উন্মুক্ত কারাতে প্রতিযোগিতা নগরীর ডিউ পয়েন্ট স্কুলে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী উক্ত আয়োজনের উদ্বোধন করেন দৈনিক পূর্বকোণের সহকারী সম্পাদক আবসার মাহফুজ। একাডেমির প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক সজিব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মফিজ উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন একাডেমি সাধারণ সম্পাদক এম.এ জলিল, প্রেসিডিয়াম মেম্বার জান্নাতুল ফেরদৌস, প্রোগ্রাম ডিরেক্টর হাসিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক এরশাদ আলম, কার্যনির্বাহী সদস্য শরিফুল ইসলাম ও সুলতানা আক্তার সীমা। প্রতিযোগিতায় ৪০টি ক্যাটাগরিতে উন্মুক্ত ইভেন্ট অনুষ্ঠিত হয়। পাঁচ তাতামির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন মো. জামিল উদ্দিন শান্ত, মো. মেহেদী হাসান, ইবতিসাম উদ্দিন, মোস্তাফিজুর রহমান সিফাত, জাহিদুল ইসলাম। এবং সহকারী তাতামী ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন হিযবুল্লাহ, আহমেদ রেফাই খান, জাহিরুল ইসলাম ও ফাহিম ফারদিন।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে নুরুল হুদা কাদেরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পরবর্তী নিবন্ধঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথনে আয়েশা আক্তার জুলির সাফল্য