চট্টগ্রাম বিভাগীয় কারাতে একাডেমি (সিডিকেএ) আয়োজিত হালিশহর বি-ব্লক প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস কারাতে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গত ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। একাডেমির মহাপরিচালক সজীব উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন একাডেমির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহীন চৌধুরী। বক্তব্য রাখেন একাডেমির উপ-কমিশনার শামসুজ্জোহা আজাদ পলাশ। উদ্বোধক ছিলেন একাডেমির যুগ্ম-সাধারণ সম্পাদক ফিজিওথেরাপিস্ট এমএ জলিল। প্রতিযোগিতা শেষে খেলোয়াড়দের পদক দেওয়া হয়। স্বর্ণপদকপ্রাপ্তরা হলেন- জামিল উদ্দিন শান্ত, জারযিশ আলম, সোহানা পারভীন, আহমেদ রেফাই খান, জুলকার নাইন খান, মেহেদী হাসান, মেহরাজুল মোকাররম। রৌপ্যপদকপ্রাপ্তরা হলেন- রাজিন জোহায়ের, সানজিদা আফরিন, ফাইরোজ তাজোয়ার, উম্মে সালমা উর্মি, আবির হোসেন। তাম্রপদকপ্রাপ্তরা হলেন ইশাল আহমেদ স্পর্শ, মাহাদি আলম, হাসনাইন তাইসির। প্রেস বিজ্ঞপ্তি।