সিডিএ ফ্লাইওভার এখন শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক

হাসিনার ও পরিবারের নামের স্থাপনার নাম পরিবর্তন

| মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর, ২০২৫ at ১:১০ অপরাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর পরিবারের সদস্য এবং অন্যান্যদের নামে নামকরণকৃত বিভিন্ন প্রতিষ্ঠান, স্থাপনা ও প্রকল্পের নাম পরিবর্তন করে নতুন তালিকা হালনাগাদ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। গতকাল সোমবার মন্ত্রণালয়ের উপসচিব কাজী মো. সায়েমুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

নতুন তালিকা অনুযায়ী রাজধানীর কুড়িল লিংক রোডে অবস্থিত শেখ হাসিনা সরণির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’। চট্টগ্রামের মেয়র মহিউদ্দিন চৌধুরী সিডিএ ফ্লাইওভারের নামকরণ করা হয়েছে ‘শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক’। রাজশাহীতে বঙ্গবন্ধু স্কয়ারের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘আরডিএ কমপ্লেক্স’ এবং শহীদ ক্যাপ্টেন মনসুর আলী পার্কের নাম রাখা হয়েছে ‘আরডিএ পার্ক’। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি)-এর নতুন নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশচীন মৈত্রী সম্মেলন কেন্দ্র’। এছাড়া চট্টগ্রামের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সড়কের নতুন নাম রাখা হয়েছে ‘প্রফেসর ড. আবদুল করিম সড়ক’। খবর বাসসের।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, তালিকা হালনাগাদের ফলে এখন থেকে সংশ্লিষ্ট স্থাপনা ও প্রকল্পের কার্যক্রম নতুন নামেই পরিচালিত হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব ধরনের সরকারি নথি, সাইনবোর্ড, সড়কচিহ্ন এবং প্রচার উপকরণে পরিবর্তিত নাম ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী অন্যান্য স্থাপনা ও প্রকল্পের নামও পর্যায়ক্রমে হালনাগাদ করা হবে বলে জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধসুজুকির অত্যাধুনিক মডেলের দুটি গাড়ি বাজারে নিয়ে এলো উত্তরা মোটর্স
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম চেম্বারের নতুন প্রশাসক নূরুল্লাহ নূরী