সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজের ১৭ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিবস, নিজস্ব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদ সভাপতি প্রকৌশলী মো. নুরুল করিম। বিশেষ অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী,চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এ এ এম হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আবু হেনা মো. মোস্তফা জামাল। প্রভাষক মাসুদ রানা ও সহকারী শিক্ষক আঞ্জুমান আরার সঞ্চালনায় দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ ইবনে নাজমুলের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাপনী দিবসের কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।