সিডিএ পাবলিক স্কুলে প্রজনন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতা সভা

| মঙ্গলবার , ৩০ মে, ২০২৩ at ৬:২১ পূর্বাহ্ণ

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্ণফুলী আরবান এরিয়া প্রোগ্রামের আয়োজনে নগরীর সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজের হল রুমে ‘লজ্জা নিরবতা ভাঙ্গি, প্রজনন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে আওয়াজ তুলি‘, বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা. ছেহেলী নার্গিস, সহকারী পরিচালক (সিসি) ও রিজিওনাল কনসালটেন্ট, এফপিসিএসকিউআইটি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ নুরুল আলম। প্রোগ্রামে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্ণফুলী এরিয়া প্রোগ্রামের টেকনিক্যাল কোওর্ডিনেটর জনি রোজারিও। পরিচালনায় ছিলেন ৪নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত প্রোগ্রাম অফিসার সুব্রত মল্লিক। উক্ত প্রোগ্রামে প্রজনন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে ২২৫ জন বয়সন্ধিকলীন মেয়েদের সচেতনতা প্রদান করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ২২৫ জন মেয়েদের ২টি প্যাকেট করে মোট ৪৫০ প্যাকেট স্যানিটারি প্যাড বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসা শেষে বনে ফিরল বন্যহাতি
পরবর্তী নিবন্ধষড়যন্ত্র মোকাবেলায় তরীকত ফেডারেশন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে