সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিমের সাথে অনন্যা হাউজিং ওয়েলফেয়ার সোসাইটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা গত ১৮ ডিসেম্বর সিডিএর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। অনন্যা হাউজিং ওয়েলফেয়ার সোসাইটির আহ্বায়ক প্রফেসর ড. এম এ গফুর ও সদস্য সচিব মো. জাফর আলম অনন্যা আবাসিকের প্রধান সমস্যাগুলো যথা চসিকের কাছে হস্তান্তর, নিরাপত্তা, মেট্রোপলিটনে অন্তর্ভুক্তি, অনন্যার জন্য পৃথক থানাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সভায় অনন্যা হাউজিং সোসাইটির আবাসন সমস্যা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। এসময় সিডিএ চেয়ারম্যান নানা সীমাবদ্ধতার মাঝে তা সমাধানের আশ্বাস দেন এবং অনন্যা হাউজিংয়ের পিডি প্রকৌশলী রাজিব দাশকে নির্দেশনা দেন।
মতবিনিময় সভায় ওয়েলফেয়ার সোসাইটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।