সিডিএ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন টুরিস্ট পুলিশ চট্টগ্রাম জোনের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান। গতকাল মঙ্গলবার সিডিএ চেয়ারম্যান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে সিডিএ চেয়ারম্যান চট্টগ্রামে পর্যটন খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এসময় পর্যটকদের নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশের সহযোগিতা কামনা করে সিডিএ চেয়ারম্যান বলেন, আমি চট্টগ্রাম নগরীকে একটি স্মার্ট পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এছাড়া চট্টগ্রামকে আন্তর্জাতিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে আমাদের নানাবিধ পরিকল্পনা রয়েছে। আলোচনায় পুলিশ সুপার মো. জিল্লুর রহমান চট্টগ্রামকে আধুনিক ও স্মার্ট পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সিডিএ ও টুরিস্ট পুলিশ যৌথভাবে কাজ করবে বলে আশ্বস্ত করেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জোনের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল আরিফ,পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম, উপ পরিদর্শক মো. মহসিন ও মো. আবুল খায়ের। প্রেস বিজ্ঞপ্তি।