সিডিএ আউটার রিং রোড মসজিদের ভিত্তি স্থাপনে শিল্প উপদেষ্টা

কর্ণফুলী টানেল ইন্টারসেকশন পরিদর্শন

আজাদী প্রতিবেদন | শনিবার , ৯ আগস্ট, ২০২৫ at ৬:৩৫ পূর্বাহ্ণ

নগরীর দক্ষিণ হালিশহর এলাকায় সিডিএ আউটার রিং রোড জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। প্রায় ৪৩ কাঠা জমির উপর নির্মিতব্য দৃষ্টিনন্দন এই মসজিদে প্রতি তলায় একসাথে প্রায় এক হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। নিচতলায় পুরুষদের জন্য সুপরিসর টয়লেট ও অজুখানা, দ্বিতীয় তলায় মহিলাদের জন্য পৃথক অজুখানা ও নামাজের ব্যবস্থা থাকবে। মসজিদ সংলগ্ন উঠানে প্রায় এক হাজার মুসল্লির উপস্থিতিতে জানাজার নামাজের ব্যবস্থা থাকবে। মসজিদের নকশায় প্রায় ৮০ ফুট উচ্চতার মনোরম মিনারও অন্তর্ভুক্ত রয়েছে। পতেঙ্গা এলাকায় আগত পর্যটকদের নামাজ আদায়ের সুবিধার কথা চিন্তা করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এই মসজিদ কমপ্লেক্স নির্মাণ করছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম। এ সময় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও সিডিএ বোর্ড সদস্য জাহিদুল ইসলাম কচি, বোর্ড সদস্য মনজারে খোরশেদ, প্রকৌশলী সাখাওয়াত হোসেন, নজরুল ইসলাম, সিডিএর প্রধান প্রকৌশলী হাসান বিন শামসসহ তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আজকের দিনে আমরা সরকার গঠন করেছি। একই দিনে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে আরেকটি ভালো কাজের সূচনা হলো।

পরে তিনি সিডিএ বাস্তবায়নাধীন কর্ণফুলী টানেল ইন্টারসেকশন এলাকা পরিদর্শন করেন এবং প্রকল্পের অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে তিনি সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করার নির্দেশনা দেন।

সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুহাম্মদ নুরুল করিম বলেন, মসজিদটি ৫তলা ভিত্তির উপর নির্মিত হবে। প্রাথমিকভাবে ২০২৬ সালের মধ্যে ২য় তলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ করে মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এটাকে চট্টগ্রামের অন্যতম বৃহৎ জামে মসজিদ হিসাবে গণ্য করা যাবে বলে উল্লেখ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধরায়ের পর ফাঁসলেন বাদী
পরবর্তী নিবন্ধভাড়ার দোকানে চাঁদা দাবি, হামলায় চবির ২ শিক্ষার্থী আহত