সিডিএর ১০ কর্মচারীর বিরুদ্ধে থানায় মামলা

মারধরের অভিযোগ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৪ নভেম্বর, ২০২৩ at ১০:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ১০ কর্মকর্তাকর্মচারীসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মারধরের অভিযোগে কোতোয়ালী থানায় মামলা করেছেন মোহাম্মদ ইমরান হাসান নামে এক ব্যক্তি। তিনি নিজেকে চট্টগ্রাম স্টক এঙচেঞ্জের অথরাইজড রিপ্রেজেন্টিটিভ বলে মামলায় উল্লেখ করেছেন।

গত ৮ নভেম্বর দুপুরে সিডিএ ভবনের তৃতীয় তলায় তাকে মারধরের ঘটনা ঘটছে বলে উল্লেখ করে গত ১০ নভেম্বর কোতোয়ালী থানায় তিনি এ মামলা করেন। তবে মামলার বিষয়টি গতকাল সাংবদিকদের জানান তিনি। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক।

মামলার আসামিরা হলেন, সিডিএর অথারাইজড২ এর সেকশন অফিসার নাছির খান (৫২), ও সাইফুল হক (৫২), অথারাইজড১ এর সেকশন অফিসার সুবীর (৪৮), সহকারি অথারাইজড অফিসার২ মো. গিয়াস উদ্দিন (২৪), সাইফুল হক (৫২), মো. মহিউদ্দিন (৪৮), ডিসিটিপি সহকারী মো. সোহেল (৩৬), মো. সাগর (৩০), মো. টুটুল (৩৭) এবং সহকারী অথারাইজড অফিসার১ মো. বেলাল (৩৩) ও জয়নাল আবেদীন (৩৮) নামে একজনের নাম উল্লেখ করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, নগরীর চান্দগাঁও থানা এলাকায় সিডিএর অনুমোদন ছা্‌ড়া একটি অবৈধ ভবন নির্মাণ কাজ বন্ধ করার জন্য সিডিএ বরাবরে বাদী আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে সিডিএ উক্ত ভবনের কাজ বন্ধ করার জন্য একটি অস্থায়ী নিষেধজ্ঞা জারি করেন। কিন্তু অভিযুক্ত ব্যক্তিরা নির্মাণ কাজ বন্ধ না করায় সিডিএ ভবনটি অপসারণ করার জন্য চূড়ান্ত নোটিশ জারি করে। তারপরও কাজ বন্ধ না হওয়ায় ইমরান হাসান গত ৮ নভেম্বর সিডিএ চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে গিয়ে তাকে না পেয়ে সচিবের সঙ্গে দেখা করে বের হওয়ার সময় তার সঙ্গে এই ১০১২ জনের কথা কাটাকাটি হলে ইমরান হাসানকে তারা মারধর করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন বলে মামলায় উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধদেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে নৌকার কোন বিকল্প নেই : হুইপ সামশুল
পরবর্তী নিবন্ধক্যাম্পাসে মোবাইল নিয়ে ঘোরাঘুরি করলে ব্যবস্থা