সিডিএর ভেটিং পরামর্শক হিসেবে যুক্ত হল চুয়েট

চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান প্রকল্প

| শুক্রবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:১৩ পূর্বাহ্ণ

 

 

চট্টগ্রাম প্রকৌশল এ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মধ্যে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় সিডিএর সভা কক্ষে ‘চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান’ প্রকল্পের ভেটিং কার্যক্রম নিয়ে এক আলোচনা সভা ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বেলা সাড়ে ১২টায় চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান প্রকল্প বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে দুপুর ২টায় সিডিএ ও চুয়েটএর মধ্যে ভেটিং পরামর্শক হিসেবে চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আনুষ্ঠানিক রূপ লাভ করে।

চুয়েট এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান ড. ফৌজিয়া গুলশানা রশিদ লোপা এবং সিডিএর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন উপপ্রধান নগর পরিকল্পনাবিদ ও মাস্টারপ্ল্যান প্রকল্পের প্রকল্প পরিচালক পরিকল্পনাবিদ মো. আবু ঈসা আনছারী। সভায় সভাপতিত্ব করেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম।

এসময় চুয়েট এর পক্ষে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ভাইসচ্যান্সেলর এবং মেকানিক্যাল এন্ড মেনুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন এবং উক্ত মাস্টারপ্ল্যান ভেটিং প্রকল্পের টিম লিডার অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, পরিচালক (বিআরটিসি) অধ্যাপক ড. বদিউস সালাম, দুর্যোগ প্রকৌশল ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মারুফুল হাসান মজুমদার, সাবেক বিভাগীয় প্রধান এবং মাস্টারপ্ল্যান ভেটিং প্রকল্পের ডেপুটি টিম লিডার দেবাশীষ রায় রাজা, ইউআরপি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইশরাত জাহান এবং পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক শ্যামল আচার্য।

সিডিএর পক্ষে উপস্থিত ছিলেন সচিব রবীন্দ্র চাকমা, স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ এ এম হাবিবুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মনজুর হাসান, নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ জহির আহমেদ, ঊর্ধ্বতন স্থপতি মো. গোলাম রব্বানী চৌধুরী, নগর পরিকল্পনাবিদ সাইয়েদ ফুয়াদুল খলিল আল ফাহমী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে মাস্টারপ্ল্যান প্রকল্পের প্রকল্প পরিচালক পরিকল্পনাবিদ মো. আবু ঈসা আনছারী মাস্টারপ্ল্যান প্রকল্প বিষয়ে সিডিএর পক্ষ থেকে পূর্ণাঙ্গ বিবরণ তুলে ধরেন। অপরদিকে চুয়েটের পক্ষ থেকে স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন এবং মাস্টারপ্ল্যান ভেটিং প্রকল্পের টিম লিডার অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান প্রকল্প সংশ্লিষ্ট জনবল কাঠামো ও তাদের কর্মদক্ষতা এবং কর্মপরিকল্পনা তুলে ধরেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চুয়েট এর ভারপ্রাপ্ত ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান বলেন, আমরা আশাবাদী যে, চুয়েট এর নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে এই ভেটিং কার্যক্রম সম্পন্ন করবে।

সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, চট্টগ্রাম মহানগরের ভবিষ্যৎ উন্নয়নের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিকল্পনার ভেটিং কার্যক্রমে চুয়েটের অভিজ্ঞ শিক্ষকগবেষকগণ যুক্ত হওয়ায় আমরা আশাবাদী যে পরিকল্পনার গুণগত মান আরও সমৃদ্ধ হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৪ বছর পর কুতুবদিয়ায় চেয়ারম্যান হলেন বিএনপি নেতা
পরবর্তী নিবন্ধপ্রিয় নবীর (সা.) আদর্শ মানব জীবনে যথাযথ প্রতিফলন হলে শান্তিময় পৃথিবী রচনা সম্ভব