সিডিএর নিয়ম না মেনে ভবন নির্মাণ রেইনবো ডেভলপারের অফিস সিলগালা

আজাদী প্রতিবেদন

| বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ at ৭:৫৫ পূর্বাহ্ণ

সিডিএর নিয়মকানুন না মেনে ভবন নির্মাণের দায়ে রেইনবো ডেভলপার নামে একটি কোম্পানির অফিস সিলগালা করে দিয়েছে সিডিএ। নকশা বহির্ভূত নির্মাণের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গতকাল বুধবার নগরীর চট্টেশ্বরী, মেহেদীবাগ, লাভলেইন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এই সময় উক্ত ডেভলপার প্রতিষ্ঠানের অফিস সিলগালা ছাড়াও ৭টি ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে দেয়া হয়। এ সময় অবৈধভাবে নির্মিত স্থাপনা সমূহের মালিকদের কাছ থেকে সাড়ে নয় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভবন মালিকেরা নিজেদের উদ্যোগে নকশা বহির্ভূত অংশ ভেঙে অপসারণ করবেন বলেও অঙ্গীকারনামা প্রদান করেন।

অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন ও অথরাইজড অফিসার২ তানজিব হোসেন।

অথরাইজড অফিসার তানজিব হোসেন বলেন, মেহেদীবাগ এলাকায় নির্মিতব্য ভবন সমূহে চউক অনুমোদিত নকশার ব্যতিক্রমী ব্যবহার করে হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার না করার জন্য ভবন মালিকদের অনুরোধ জানানো হয়েছে। অনুমোদন ব্যতিত কোনো হাসপাতাল নির্মাণ করা হলে সিডিএ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি বলেন, একটি পরিকল্পিত এবং বাসযোগ্য নগরী হিসেবে আমরা চট্টগ্রামকে গড়ে তুলতে চাই। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযানে সিডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ইমারত নির্মাণ কমিটির চেয়ারম্যান এ জি এম সেলিম, সহকারী অথরাইজড অফিসার মোহাম্মদ ইলিয়াছ আক্তার, মোহাম্মদ হামিদুল হক, ইমারত পরিদর্শক মোহাম্মদ তোফায়েল হোসেন, বিমান বড়ুয়া, এ এস এম মিজান, মোহাম্মদ শাহদাত হোসাইন, মোহাম্মদ আবু জাফর ইকবাল, সৈকত চন্দ্র পাল, গৌরাঙ্গ চন্দ্র পাল, মিথু চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবাইকে যাচ্ছিলেন দুই যুবদল নেতা, আরেক বাইক থেকে গুলি
পরবর্তী নিবন্ধধানের শীষ বিজয়ী হলে দেশ রক্ষা পাবে : তারেক রহমান