চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় আগামী ১৯ এপ্রিল হতে সিডিএফএ মেয়র একাডেমি কাপ (অনূর্ধ্ব–১৩) ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে। এতে অংশ নেবে ২৮টি ফুটবল একাডেমি। সব খেলা এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্ট পর্যবেক্ষণের জন্য সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনকে প্রধান পৃষ্ঠপাষক করে ৪৭ সদস্য বিশিষ্ট সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন কবেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলাল।