চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় সিডিএফএ অনূর্ধ্ব–১৫ একাডেমি ফুটবল টুর্নামেন্ট শীঘ্রই শুরু হবে। উক্ত টুর্নামেন্টে বাফুফে নিবন্ধিত এবং চট্টগ্রাম জেলায় অবস্থিত ফুটবল একাডেমিসমূহকে আগামী ৩০ অক্টোবর রাত ৮টার মধ্যে সিডিএফএ কার্যালয়ে স্ব স্ব একাডেমির প্যাডে এন্ট্রি জমা প্রদানের জন্য বলা হয়েছে।










