সিডব্লিউসিসিআইয়ের ইনকিউব্যাটিং এন্টারপ্রেনার ওরিয়েন্টেশন প্রোগ্রাম

| বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ at ১২:০৭ অপরাহ্ণ

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিডব্লিউসিসিআই) উদ্যোগে এবং এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় স্থাপিত সিডব্লিউসিসিআই বিজনেস ইনকিউবেশন সেন্টারে ইনকিউব্যাটিং এন্টারপ্রেনার ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে সিডব্লিউসিসিআইয়ের প্রেসিডেন্ট আবিদা মোস্তফা বলেন, ইনকিউবেসন সেন্টারের মাধ্যমে উদ্যোক্তারা পরিকল্পিতভাবে ব্যবসা শুরু করতে পারেন। তিনি বলেন, সিডব্লিউসিসিআই সর্বদা নতুন উদ্যোক্তাদের পাশে আছে এবং ভবিষ্যতে তাদের যেকোনো প্রয়োজনে পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাবে।

স্বাগত বক্তব্যে প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও সদস্য আইভি হাসান বলেন, যারা নতুন করে ব্যবসা শুরু করতে চায় তাদের জন্য এই প্লাটফর্ম দারুণ সুযোগ।পরিচালক ও ইনকিউবেসন কমিটির ডাইরেক্টর ইনচার্জ আমিনা শাহিন বলেন, এই ইনকিউবেশনের মাধ্যমে নতুন উদ্যোক্তারা ব্যবসা শুরুর প্রাথমিক ধাপ থেকে বাস্তব চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল জানতে পারবেন। নারী উদ্যোক্তারা তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাইলে প্রতিকূল পরিবেশ কাটিয়ে সৃজনশীল চিন্তাকে সামনে রেখে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে সিডব্লিউসিসিআই বিজনেস ইনকিউবেশন সেন্টার নিয়ে প্রেজেন্টেশন করেন পরিচালক ওয়ার্কশপ কমিটির ডাইরেক্টর ইনচার্জ নূজহাত নূয়েরী কৃষ্টি এবং প্রশিক্ষক মো. হাফিজুর রহমান। প্রেজেন্টেশান শেষে উদ্যোক্তরা প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন।

উপস্থিত ছিলেন পরিচালক নুর আক্তার জাহান ও সিএমএসএমই ডেভেলপমেন্ট কমিটির ডাইরেক্টর ইনচার্জ চৌধুরী জুবাইরা সাকী জিপসী, পরিচালক রেহনুমা মরিয়ম তুলি, সূবর্ণা দে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জি. . রায়হান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিএমপি পোর্ট জোন উপ-কমিশনারের সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়
পরবর্তী নিবন্ধওয়াহেদ মাস্টার ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ