সিডনির হারবার ব্রিজে ফিলিস্তিনপন্থি পদযাত্রায় লাখো মানুষ

| সোমবার , ৪ আগস্ট, ২০২৫ at ৯:১০ পূর্বাহ্ণ

তুমুল বৃষ্টি উপেক্ষা করে অস্ট্রেলিয়ার সিডনিতে ফিলিস্তিনপন্থি পদযাত্রায় অংশ নিয়ে লাখো মানুষ আইকনিক হারবার ব্রিজ পার হয়েছে। খবর বিডিনিউজের।

রোববারের পদযাত্রায় মানবিক সঙ্কটে বিপর্যস্ত যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠা ও ত্রাণ সরবরাহ নিশ্চিতে আহ্বান জানানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধ গাজার ৬০ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। খাদ্যের ঘাটতির ফলে ভূখণ্ডটি বিস্তৃত দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে বলে একাধিক সরকার ও ত্রাণ সংস্থা এরই মধ্যে সতর্কও করেছে। গাজায় অনাহারের প্রতীক হিসেবে রোববার সিডনিতে মার্চ ফর হিউম্যানিটিতে অংশ নেওয়া অনেকেই হাঁড়ি পাতিল নিয়ে হাজির হন। পদযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকেও দেখা গেছে। উইনিয়ার্ড স্টেশনের কাছে সিডনির সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টের ল্যাং পার্ক থেকে দুপুর ১টার দিকে পদযাত্রা শুরু হয়। হারবার ব্রিজ পার হয়ে নর্থ সিডনির ব্র্যাডফিল্ড পার্কে বিকাল ৩টায় এটি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু পদযাত্রায় অংশ নেওয়াদের সিংহভাগ পরে নর্থ সিডনির ওয়াকার স্ট্রিট থেকে ইউটার্ন নিয়ে হারবার ব্রিজে ফিরে আসেন বলে জানিয়েছে সিডনি মর্নিং হেরাল্ড। এদিনের পদযাত্রায় এক লাখের বেশি মানুষ অংশ নিয়েছেন বলে দাবি করেছেন আয়োজকরা।

নিউ সাউথ ওয়েলসের পুলিশ ও রাজ্যটির প্রধানমন্ত্রী কয়েকদিন আগে পদযাত্রাটির হারবার ব্রিজ দিয়ে যাওয়া আটকানোর চেষ্টা করেছিলেন। ব্রিজটি শহরের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হওয়ায় পদযাত্রা হলে তা পরিবহন ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটাবে এবং নিরাপত্তাজনিত ঝুঁকি বাড়াবে বলে যুক্তি ছিল তাদের। কিন্তু শনিবার রাজ্য সুপ্রিম কোর্ট পদযাত্রা হারবার ব্রিজের ওপর দিয়ে যাওয়ার অনুমতি দেন। এরপর নিউ সাউথ ওয়েলসের পুলিশ জানায়, তারা ব্রিজটির কাছে কয়েকশ পুলিশ মোতায়েন করছে। পদযাত্রাকারীদের শান্ত থাকার জন্যও অনুরোধ জানিয়েছে তারা।

পূর্ববর্তী নিবন্ধ৫০০ বছর পর জেগে উঠল রাশিয়ার ঘুমন্ত আগ্নেয়গিরি