করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সঙ্গে লড়াইর অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনিতে লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকার জানিয়েছে, তারা করোনাভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ধরনের বিরুদ্ধে লড়াইয়ে থাকায় তাদের এই ‘কঠিন সিদ্ধান্তটি’ নিতে হয়েছে। খবর বিডিনিউজের।
বিবিসি জানিয়েছে, ২৬ জুন শহরটিতে বাড়িতে অবস্থান করুন আদেশ জারি করা হয়েছিল। কিন্তু জরুরি কাজে বাড়ির বাইরে যেতে বাধ্য হওয়া কিছু লোক আক্রান্ত হলে স্থানীয় সংক্রমণের ঘটনা ঘটে। এ প্রাদুর্ভাবে প্রায় ৩৩০ জন আক্রান্ত হয়েছেন, যা চলতি বছর সিডনিতে সবচেয়ে বড় সংক্রমণের ঘটনা।
বৃহত্তর সিডনি, ইউলংগং ও সেন্ট্রাল কোস্ট এলাকার ৫০ লাখেরও বেশি বাসিন্দা ‘বাড়িতে অবস্থান করুন’ আদেশের অধীনে আছেন। এই বিধিনিষেধ আগামীকাল শুক্রবার তুলে নেওয়ার কথা ছিল। কিন্তু তা ১৬ জুলাই পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে স্কুলও বন্ধ থাকবে।
নিউ সাউথ ওয়েলস সরকার বলেছে, লকডাউনের কারণে পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো যে ‘চাপ ও যাতনা’ ভোগ করছে তা বুঝতে পারছেন তারা। তারপরও কর্মকর্তারা জানিয়েছেন, দৈনিক শনাক্তের হার ও টিকা দেওয়ার নিম্নগতির অর্থ বিধিনিষেধ আরও বাড়ানোর দরকার হতে পারে। গতকাল সেখানে ২৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার ১০ শতাংশেরও কম নাগরিকের করোনাভাইরাস টিকা নেওয়া সম্পন্ন হয়েছে। সরবরাহে ঘাটতির কারণে দেশটির অনেক নাগরিকই চলতি বছরের শেষ মাসগুলোর আগে টিকা নেওয়ার সুযোগ পাবেন না।