চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের বার্ষিক সাধারণ সভা ও প্রশিক্ষণ সনদ বিতরণ গত শনিবার যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ. ন. ম তামজীদের সভাপতিত্বে নগরীর লালদীঘির পাড়স্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে গতকাল রোববার অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের প্রাক্তন যুব প্রধান গোলাম বাকী মাসুদ। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন যুব প্রধান এইচ এম সালাউদ্দিন, মোহাম্মদ শহীদুল ইসলাম, কাজী তৌফিকুল আযম।
প্রধান অতিথি বলেন, চট্টগ্রাম সিটি ইউনিটের স্বেচ্ছাসেবকরা সবসময় মানুষের দুর্দশা লাঘবে কাজ করে যাচ্ছে।এবছর ফেনীতে ভয়াবহ বন্যায় স্বেচ্ছাসেবকরা অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে কাজ করছে,সবসময় মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত মানবসেবার এ প্রতিষ্ঠান। তিনি সকল স্বেচ্ছাসেবকদের কাজের প্রশংসা করেন। সভায় বছরব্যাপী সেবা কার্যক্রম তুলে ধরেন দীপ্ত ভট্টাচার্য্য, মো. রকিবুল ইসলাম, তন্ময় বড়ুয়া, হোসাইন মোহাম্মদ আছির হামিম, সাইদুর রহমান সাকিব। উপস্থিত ছিলেন সানাউল্লাহ, শুভজিৎ ভট্টাচার্য্য, সাদেক কবির রামীম, নুর নাহার। বার্ষিক সাধারণ সভা শেষে জানুয়ারি হতে ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য সকল প্রশিক্ষনের সনদ বিতরণ করা হয় এবং প্রশিক্ষণে প্রথম স্থান অধিকারীকে স্মারক তুলে দেওয়া হয়। এতে সিটি যুব রেড ক্রিসেন্টের আওতাধীন ২২০টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ৬০০যুব সদস্য,দায়িত্বপ্রাপ্ত শিক্ষক,চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।