সিটি মেয়রের কানাডা যাত্রা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১ জুলাই, ২০২৫ at ৬:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন কানাডার উদ্দেশ্যে যাত্রা করেছেন। কানাডা অবস্থানকালে তিনি টরেন্টোর মেয়র, স্থানীয় এমপি এবং ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বেশ কয়েকটি মিটিং করবেন।

চসিকের সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ভোর (সোমবার দিবাগত) পৌনে ৪টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টরন্টোর উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি।

বিমানের বিজি৩০৫ ফ্লাইটে পথে তিনি ইস্তাম্বুলে একবার যাত্রাবিরতি করবেন। আগামী ২২ জুলাই টরন্টো থেকে বিমানের বিজি৩০৬ ফ্লাইটে তার দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টায় মেয়র চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকায় রওনা হন। এ সময় তাঁকে বিমানবন্দরে বিদায় জানান চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরীসহ চসিক কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে আগুনে পুড়ল ৭ দোকান
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশনের সভা