ডেকর ওয়ার্ল্ড নিবেদিত সিটি গেট প্রিমিয়ার লিগ সিজন–২ টুর্নামেন্ট গত ১৬ জানুয়ারি শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুুজের সভাপতি, মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম। তিনি বলেন, মাদক ও অপরাধ থেকে বেঁচে থাকার একমাত্র অবলম্বন খেলাধুলা, শরীরচর্চা ও সংস্কৃতিচর্চা করা। তিনি বলেন, ক্রিকেটারদের প্রতিভা বিকাশের সুযোগ এই টুর্নামেন্টের মাধ্যমে সৃষ্টি হল, তা অব্যাহত রাখতে হবে। তিনি স্থানীয় যুবকদের খেলাধুলায় মনোনিবেশ করার জন্য আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মোহাম্মদ সিরাজ উদ্দিন। সমাজসেবক নেছার আহমদের সভাপতিত্বে এবং ক্রীড়া সংগঠক মোহাম্মদ রাসেলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ১০ নং ওয়ার্ড বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিক উদ্দিন চৌধুরী, সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন, টুর্নামেন্টের আয়োজক মো. শহিদুল ইসলাম, ইশতিয়াক আলী তানভীর, রবিন হাসান ও মো. সোহেল প্রমুখ। উদ্বোধনী দিনে টাইটানের বিপক্ষে জয়লাভ করে টাইগার।











