সিটি গেটে ৪১টি হাইড্রোলিক হর্ন জব্দ, জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ নভেম্বর, ২০২২ at ৭:২৫ পূর্বাহ্ণ

নগরের সিটি গেট এলাকা থেকে ৪১টি হাইড্রোলিক হর্ন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। সংস্থাটির চট্টগ্রাম মহানগর কার্যালয়ের ৫ম পৃষ্ঠার ৩য় কলাম
পরিচালক হিল্লোল বিশ্বাসের নেতৃত্বে গতকাল পরিচালিত অভিযানে এসব হর্ন জব্দ করা হয়। অভিযানে হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ১৯ মামলায় ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে অংশ নেন সহকারী পরিচালক আবদুল্লাহ আল মতিন, পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন ও মো. মনির হোসেন, ক্যাশিয়ার উজ্জ্বল বড়ুয়া, চট্টগ্রাম গবেষণাগার কার্যালয়ের নমুনা সংগ্রকারী মোজাম্মেল হক।

পূর্ববর্তী নিবন্ধজাপানি রাষ্ট্রদূতের বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধটেকনাফে আত্মসমর্পণ করা ১০১ ইয়াবা কারবারির মামলার রায় ২৩ নভেম্বর