সিটি গেটে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন  | মঙ্গলবার , ৩০ মে, ২০২৩ at ৬:১২ পূর্বাহ্ণ

নগরীর আকবর শাহ থানার সিটি গেটের বেঙ্গল ইন্ডাস্ট্রির সামনে বাসে তল্লাশি চালিয়ে একটি অবৈধ অস্ত্রসহ আরমান গণি (৩১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, দুই রাউন্ড শর্টগানের কার্তুজ এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গত রোববার রাত সাড়ে ১১টায় কুমিল্লা থেকে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস থেকে তাকে গ্রেফতার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগ। গ্রেপ্তার আরমান নগরীর চান্দগাঁও থানার বহদ্দরহাটের খাজা রোড়ের চৌধুরী স্কুল হাবিলদার বাড়ির মো. ইসমাইল এলাকার ছেলে। তিনি কুমিল্লায় একটি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে চাকরি করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আকবর শাহ থানার সিটি গেট এলাকায় একটি বাস থেকে আরমান গণি নামে এক যুবককে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। এ সময় আরমানের কাঁধে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে সাদা স্কচটেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, দুই রাউন্ড শর্টগানের কার্তুজ এবং পায়ের জুতার ভেতর লুকানো অবস্থায় ছয় রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। আরমান একটি ব্রডব্যান্ড ইন্টারনেট কোম্পানির কর্মী। কুমিল্লার একটি অস্ত্র পাচারকারী চক্র তাকে ২০ হাজার টাকা দিয়ে পিস্তলগুলি চট্টগ্রামে এক ক্রেতার কাছে দেওয়ার জন্য পাঠিয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন শীর্ষক প্রদর্শনী
পরবর্তী নিবন্ধহাটহাজারীর গুমানমর্দ্দন ইউনিয়নের বাজেট ঘোষণা