সিটি গেইটে গার্মেন্টসের গুদামে আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৩ জুন, ২০২৪ at ৮:১৫ পূর্বাহ্ণ

নগরীর সিটি গেইট এলাকার গার্টেক্স গার্মেন্টসের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে গুদামে থাকা কাটুন ও এক্সেসরিজ পুড়ে ‘প্রায় ৪০ লাখ টাকার’ সম্পদের ক্ষতি হয়েছে। ক্ষতির মুখ থেকে উদ্ধার হয়েছে কোটি টাকার সম্পদ। গতকাল সকাল ১০টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, বন্দর ও বায়েজিদের ৬টি টিম ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। দুপুর সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে জানিয়ে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে ছুটে যায় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। আগ্রাবাদ, বন্দর ও বায়েজিদ স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনের ফলে গুদামে থাকা কার্টুনসহ অন্যান্য সম্পদের ক্ষতি হয়েছে। প্রায় ৪০ লাখ টাকার মতো সম্পদের ক্ষতি হয়েছে। তবে কোটি টাকার মতো সম্পদ রক্ষা হয়েছে। ফায়ার সার্ভিসের চেষ্ঠায় তা রক্ষা পেয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে, প্রাথমিকভাবে এমনটা ধারণা করছেন বলেও তিনি জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধআজ নেদারল্যান্ডসের মুখোমুখি বাংলাদেশ
পরবর্তী নিবন্ধবালু উত্তোলনের প্রমাণ পেল পুলিশ