উত্তর কাট্টলী সিটি গেইট এলাকা থেকে একটি এলজি উদ্ধারের মামলায় এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তার নাম মো. সেন্টু মিয়া। কুমিল্লা জেলার মুরাদনগর এলাকার বাসিন্দা তিনি। গতকাল চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরা এ রায় ঘোষণা করেন। এ সময় সেন্টু মিয়া আদালত কক্ষে হাজির ছিলেন না। তিনি পলাতক। এ জন্য তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত সেন্টু মিয়াকে অস্ত্র আইনের ১৯(এ) ধারায় ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। অপর একটি ধারায় তাকে আরো ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। উভয় কারাদণ্ড একসাথে চলবে বলে রায়ে উল্লেখ করেছেন আদালত। আদালতসূত্র জানায়, ২০০৪ সালের ১৪ সেপ্টেম্বর নগরীর পাহাড়তলী থানার উত্তর কাট্টলী সিটি গেইট চেকপোস্টে একটি এলজি ও একটি কার্তুজসহ সেন্টু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়। মামলায় একই বছরের ২৮ সেপ্টেম্বর তার বিরুদ্ধে চার্জশিট দেয় তদন্ত কর্মকর্তা। এরই ধারাবাহিকতায় পরের বছরের ২৪ ফেব্রুয়ারি চার্জগঠন করে সেন্টু মিয়ার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন বিচারক।