চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্র–সংসদের উদ্যোগে বার্ষিক আন্তঃক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ৪ মার্চ কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা, লুডু সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। সিটি কলেজ ছাত্র–সংসদ দিবা শাখার ভিপি তন্ময় দাশগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সুদীপা দত্ত। সিটি কলেজ ছাত্র–সংসদের ছাত্র মিলনায়তন সম্পাদক মো. সোহাগ (ওলী) ও ছাত্রী মিলনায়তন সম্পাদিকা রুবি আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি সিটি কলেজের বার্ষিক আন্তঃক্রীড়ার আহ্বায়ক প্রফেসর মোহাং আমিরুল আনোয়ার চৌধুরী, সিটি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মোহাম্মদ আলী মিঠু। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র–সংসদ দিবা শাখার জিএস মাকসুদুর রহমান, এজিএস বেলাল উদ্দিন, ছাত্রলীগের যুগ্ম–আহ্বায়ক অভি শীল, মো. সাইফুল্লাহ সাইফ, মোশারফ হোসেন ফয়সাল, জয়নাল আবেদীন, মাঈনুদ্দিন হাসান ইমন, শাহরিয়ার কাইয়ুম ইরফান, মাইনুল হোসাইন রাব্বি, আকবর জুয়েল, আবু মোহাম্মদ হোসাইন অভি, হারুন অর রশিদ, শহিদুল ইসলাম সাগর, সৈয়দ সুলতান ফাহিম, মোহাম্মদ সজীব, ছাত্র দিবা শাখার বার্ষিকী সম্পাদক ইমাম হোসেন, নাট্য সম্পাদক ইফতেখার মিয়া রাকিব, বক্তৃতা ও বিতর্ক বিষয়ক সম্পাদক আবরার কবির ফাহিম, ক্রীড়া সম্পাদক কাজী মুসলে উদ্দিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, ছাত্র–সংসদের সদস্য সাহেদ আহমদ ইমন, শহীদুল ইসলাম নেওয়াজ, মামুন হোসেন, আতিক হাসান, ছাত্রলীগের সদস্য মো. জহিরুল ইসলাম, মো. কামরুল হাসান, মো. কামরুল, মো. সোহেল রানা, মো. মনিরুল হাকিম তাসনিম, মো. নাঈম, মো. ফেবিন, মো. নাদিম, মো. মহিদ, মো. মান্নান প্রমুখ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।












