সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

| শুক্রবার , ১ আগস্ট, ২০২৫ at ১১:৩৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ বক্তব্য, ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও বাংলাদেশের সার্বভৌমত্ব গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, অপরাজনীতি এবং আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রদল। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম নিলয়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন সিটি কলেজ ছাত্রদল নেতা মো. নুরুল হাকিম রোকন, আজিজুর রহমান শাহীন, সরোয়ার জামান নিসাদ, আজগর আলী হৃদয়, রিফাত, জিসান, সিফাত প্রমুখ। বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক সৈয়দ মাসুদ
পরবর্তী নিবন্ধঘাসফুলের প্রধান পৃষ্ঠপোষক লুৎফর রহমানের মৃত্যুবার্ষিকী আজ