সিটি কর্পো. গ্রিনের দ্বিতীয় জয়

১ম বিভাগ ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৪ মার্চ, ২০২৪ at ১১:১৫ পূর্বাহ্ণ

কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগে দ্বিতীয় জয় পেয়েছে সিটি কর্পোরেশন একাদশ গ্রিন। মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত গতকাল শনিবারের খেলায় তারা ৫ উইকেটে নিমতলা লায়ন্স ক্লাবকে পরাজিত করে। তিন খেলায় এটি সিটি কর্পোরেশন গ্রিনের দ্বিতীয় জয়। অন্যদিকে নিমতলা লায়ন্স ক্লাব নিজেদের তিন খেলার তিনটিতেই পরাস্ত হয়েছে। গতকাল টসে জিতে নিমতলা প্রথমে ব্যাট করতে নামে। ৪৮.৩ ওভার খেলে তারা সব উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন মো. সাব্বির ৩৮। এছাড়া মোবারক হোসেন ৩০, জলিল আহমেদ ১৭, আবুল হোসেন মুন্না ১৩, মোরসালিন খান ১২ এবং আরিফুর রহমান ১০ রান করেন। অতিরিক্ত রান হয় ২০। সিটি কর্পোরেশন গ্রিনের পক্ষে ওমর শাহেদ ২৩ রান দিয়ে ৪টি উইকেট দখল করেন। ২টি উইকেট পান মো. ইউনুস। ১টি করে উইকেট নেন মিরাজুল ইসলাম,সাইদ হোসেন জয়। জবাব দিতে নেমে সিটি কর্পোরেশন একাদশ গ্রিন ২১.৩ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। তানজিরুল ইসলাম এবং সাইদ হোসেন জয়ের দুই অর্ধশতকে জয় প্রায়ই আয়ত্বে চলে আসে সিটি কর্পোরেশন গ্রিনের। তানজির ৪৭ বলে ৬৫ এবং জয় ৪৪ বলে ৬২ রানে আউট হন। চতুর্থ উইকেট জুটিতে এ দুজন ১১০ রান জমা করেন। অন্যদের মধ্যে ওপেনার হোসেন বাবু ইমরান ১৭ রান করেন। নিমতলা লায়ন্স ক্লাবের উত্তম কুমার সরকার ৩টি উইকেট দখল করেন। ১টি করে উইকেট নেন কামরুল হাসান এবং আরিফুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধ‘পপাই’ আসছে বড় পর্দায়
পরবর্তী নিবন্ধঘরের মাঠে বাংলাদেশ শক্তিশালী : কাবরেরা