চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগে দুই অফিস দলের লড়াই ছিল গতকাল। আর সে দুই অফিস দলের লড়াইয়ে জেতেনি কোন দলই। চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থা একাদশের মধ্যকার ম্যাচটি নিষ্প্রাণ ড্র হয়েছে। ৯০ মিনিটের খেলায় কোন দলই গোল করতে পারেনি। ফলে পয়েন্ট ভাগাভাগি করে এবারের প্রিমিয়ার লিগ শুরু করল সিটি কর্পোরেশন একাদশ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থা একাদশ। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দু’দল তেমন গোল করার মত সুযোগও সৃষ্টি করতে পারেনি। বিচ্ছিন্নভাবে দু’একটি আক্রমণ করেছে বটে দু’দল তবে তাতে কোন ফল হয়নি। যদিও খেলার শুরু থেকে বল দখল এবং আক্রমণে এগিয়ে ছিল সিটি কর্পোরেশন একাদশ। কিন্তু গোল করার মত তেমন সুযোগ সৃষ্টি করতে পারেনি।
প্রথমার্ধের ২৮ মিনিটে অবশ্য ভাল একটি সুযোগ পেয়েছিল সিটি কর্পোরেশন একাদশ। কিন্তু সে যাত্রায় ক্রসবার বঞ্চিত করে তাদের। বামপ্রান্ত দিয়ে আক্রমণে উঠে ডি বক্সে দারুণ এক শট নিয়েছিলেন সিটি কর্পোরেশনের এক ফুটবলার। বন্দর দলের ডি বক্সে সৃষ্ট জটলা থেকে দারুণ শট নিয়েছিলেন তানিন সরকার। কিন্তু তার সে শট ক্রসবারের কোনায় লেগে চলে যায় বাইরে। এরপর অবশ্য বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করেছিল সিটি কর্পোরেশন একাদশ। কিন্তু সে গুলোকে কাজে লাগাতে পারেনি। কোনটিতে পা লাগাতে পারেনি আবার কোনটিতে মাথা লাগাতে পারেনি স্ট্রাইকাররা। প্রথমার্ধের মত দ্বিতীয়ার্ধেও খেলা অনেকটা সীমাবদ্ধ থাকে মাঝ মাঠে। দু’দলই আক্রমণে উঠলেও সে সব আক্রমণ সফলতার মুখ দেখেনি। এরই মধ্যে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে বামপ্রান্ত দিয়ে আক্রমনে উঠে ডি বক্সের বাইরে থেকে জোরালো এক শট নিয়েছিলেন বন্দর দলের ফরহাদ মিয়া। কিন্তু তার সে শটও প্রতিহত হয় ক্রসবারে লেগে। এরপর ম্যাচের সময় যতই গড়িয়েছে ততই দু’দলই কেবলই এলোমেলো ফুটবল খেলেছে। যেখান থেকে গোল আদায় করা সম্ভব নয়। আর সেটাও করতে পারেনি দুই অফিস দল। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি একাদশ এবং সিটি কর্পোরেশন একাদশ। গতকালের ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন বন্দর দলের গোলরক্ষক মো. আনিস। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর এনামুল হক।
গতকালের ম্যাচের মধ্য দিয়ে এবারের লিগের প্রথম রাউন্ড শেষ হয়েছে। আর প্রথম রাউন্ড থেকে পুরো তিন পয়েন্ট করে অর্জন করেছে কিষোয়ান এস সি এবং ব্রাদার্স ইউনিয়ন। তিনটি ম্যাচ ড্র হয়েছে। আজ থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ড। আর এই রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মাদারবাড়ি উদয়ন সংঘ এবং চট্টগ্রাম কাস্টমস স্পোর্টস ক্লাব। খেলাটি শুরু হবে বিকেল সাড়ে তিনটায়।