আমরা চাই সিটি কর্পোরেশন নির্বাচন যেন উৎসবে পরিণত হয়। খুশি মনে মানুষ ভোট প্রদান করবে, তারা স্বাধীন চিন্তা নিয়ে মনের মত প্রার্থীদের, বিষয়টি ঠিক এমন আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। তাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা ইসিকেই করতে হবে। আমাদের দেশের নির্বাচনী ইতিহাস গৌরবজনক নয়। নির্বাচন নিয়ে বার-বার আন্দোলন সংগ্রাম-সংঘাত সৃষ্টি হয়। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন যথেষ্ট স্বাধীন ও শক্তিশালী একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সংবিধান প্রদত্ত সুযোগ-সুবিধা ও ক্ষমতা প্রয়োগ করে অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের সব দায়িত্ব নির্বাচন কমিশনকেই নিতে হবে। ভোটাররা যাতে নির্বিঘ্ন ও নিরাপদে ভোট দিতে পারে আগে থেকে তা নিশ্চিত করতে হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হলে তা নির্বাচন কমিশন কর্তৃক সংবিধান লঙ্ঘনের সমতুল্যই হবে এবং ব্যর্থতার জন্য কমিশনকে জাতির কাছে জবাবদিহি করতে হবে।
এম.এ. গফুর, বলুয়ার দীঘির দক্ষিণ-পশ্চিম পাড়, কোরবাণীগঞ্জ, চট্টগ্রাম।