সিটি কর্পোরেশন একাদশের জার্সি উন্মোচন

| সোমবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এবং চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে অংশ গ্রহণকারী চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ ফুটবল দলের জার্সি উন্মোচন করা হয়েছে গতকাল। প্রধান অতিথি হিসেবে দলের জার্সি উন্মোচন করেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ক্রীড়া ও সংস্কৃতি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আতাউল্লাহ চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ ফুটবল দলের ম্যানেজার নুর মোস্তফা টিনু এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং মহিলা কাউন্সিলরবৃন্দ, দলের খেলোয়াড় এবং কর্মকর্তাবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধতারিকুল ইসলাম খান স্মৃতি স্নুকারে ওয়াসেফ চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধগ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কাপ্তাই উচ্চ বিদ্যালয় উপজেলা চ্যাম্পিয়ন