চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এবং চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে অংশ গ্রহণকারী চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ ফুটবল দলের জার্সি উন্মোচন করা হয়েছে গতকাল। প্রধান অতিথি হিসেবে দলের জার্সি উন্মোচন করেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ক্রীড়া ও সংস্কৃতি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আতাউল্লাহ চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ ফুটবল দলের ম্যানেজার নুর মোস্তফা টিনু এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং মহিলা কাউন্সিলরবৃন্দ, দলের খেলোয়াড় এবং কর্মকর্তাবৃন্দ।