সিটি কর্পোরেশন অধ্যাদেশের খসড়া অনুমোদন

উপদেষ্টা পরিষদের বৈঠক

| শুক্রবার , ১ আগস্ট, ২০২৫ at ১০:৪৪ পূর্বাহ্ণ

উপদেষ্টা পরিষদের ৩৬তম বৈঠকে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। খবর বাসসের। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিংসাপেক্ষে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে বলপ্রয়োগ হলেও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়নি : সেনা সদর
পরবর্তী নিবন্ধকাপ্তাই সড়কে ভাঙা কালভার্ট এ যেন এক মরণফাদ